Sunday, 14 June 2020

বিষয় - বাঙালির জীবনে বিবেকানন্দের প্রভাব



স্বামীজি 

বি
বেকানন্দ নিয়ে বাঙালি তথা সমগ্র পৃথিবীতে আলোচনার শেষ নেই। তাঁর লিখে যাওয়া ভিন্ন স্বাদের প্রবন্ধ এবং মুক্তগদ্য যথেষ্ট প্রশংসার অধিকারী। সর্বোপরি , স্বামীজির জীবনযাত্রা এবং সন্ন্যাস জীবনের বিভিন্ন ঘটনা আজও মানুষকে উজ্জীবিত করে। তাঁর উল্লেখিত নীতি এবং জীবনকে চেনার অভিন্ন অনাদায়ী চিন্তনশীলতা নিয়ে সুদূর আমেরিকায় আজও আলোচনা হয়।


কিন্ত আজকের দিনে দাঁড়িয়ে বাঙালির জীবনে স্বামীজির প্রভাব ঠিক কতখানি। স্বামীজি কি সত্যিই বাঙালি সমাজকে আজও প্রভাবিত করেন! আর যদি করেই থাকেন তাহলে তাঁর বহিঃপ্রকাশ হয় কিভাবে ! 

এই নিয়েই আমাদের এই সপ্তাহের প্রতিবেদন।
বিষয় - বাঙালির জীবনে বিবেকানন্দের প্রভাব

তাই আসছে শুক্রবার অর্থাৎ ১৯শে জুন'এর মধ্যে আপনার প্রতিবেদন পাঠান 8017220631 এই নম্বরে whatsapp করে । লেখা অবশ্যই ৩০০ শব্দের বেশি রাখার আবেদন রাখলাম।
আমরা অপেক্ষায় থাকবো ।


সাহিত্যের সন্ধানে'র সাপ্তাহিক ব্লগ প্রতিবেদন
কৌশিক দে (সম্পাদক )
অমৃতা রায় চৌধুরী, সম্রাট দে , অসীম দাস ( সহ সম্পাদক মন্ডলী )



4 comments: